৮ মে বুধবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (৭ মে) ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। দুপুর ১২ টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেয়া হয়। এরপরই উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫৪ টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যান পুলিশ ও আনসারসহ নির্বাচনে দায়িত্ব প্রাপ্তরা। সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের দিন বুধবার সকালে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার।
এদিকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো কার্যক্রমে অংশ নিয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, নির্বাচন সুষ্ঠু করতে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে। ৫৪ টি ভোট কেন্দ্র পাঁচ শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি সাতশ” আনসার সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবে। এছাড়া পুলিশের ৮ টি টহলদলসহ বিজিবি ও র্যাব সদস্য, স্ট্রাইকিং ফোর্সসহ ১০ জন ম্যাজিট্রেট দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, নির্বাচনে কেউ যেন হাঙ্গামা তৈরী করতে না পারে। নির্বাচন উপলক্ষে আমাদের পর্যাপ্ত পরিমানে মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স থাকবে। কোন সমস্যা হলেই পুলিশ সদস্যরা সেই টিমকে জানাবেন এবং স্ট্রাইকিং টিম সাথে সাথে ব্যবস্থা নেবে। সমগ্র নির্বাচনী এলাকায় মোট ১৮ টি মোবাইল টিম ও স্টাইকিং টিম থাকবে। এখানে ম্যাজিস্ট্রেট টিম ও র্যাব ও থাকবে। এটা আমাদের কমিটমেন্ট থাকবে যে কিন্তু কোথাও কারো ব্যক্তিগত কারণে আমাদের জেলা পুলিশের ইমেজ যেন নষ্ট না হয়। ভূত কক্ষে কোন পুলিশ কোন ধরনের কারো সহযোগিতা করতে যাবেন না। সেখানে ম্যাজিস্ট্রেট আছেন তারা ভোটারদের সুবিধা অসুবিধা দেখবেন। আমরা শতভাগ সুষ্ঠ, সুন্দর ও শান্ত পরিবেশে নির্বাচনটি সম্পন্ন করবো।
বন্দর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।