নারায়ণগঞ্জ-৪ আসনের আওময়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, আমি কল্পনাও করতে পারিনি মানুষের এতো সাড়া পাব। আমি এর আগেও নির্বাচন করেছি কিন্তু এবারের মতো এমন সাড়া পাইনি। আমি যে এলাকাতেই গেছি নারী ও বাচ্চারা বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এবং ভোটাররা এমনভাবে কথা বলছে তাতে আমার কাছে মনে হয়েছে তারা আমার ভাই, বোন কিংবা ঘনিষ্ট আত্মীয়।
রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের সানারপাড়, বাঘমারা, নিমাকাশারী, মাদানীনগর, আদর্শনগর, রসুলবাগ ও মুক্তিনগরসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করার সময় তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের প্রশাসন খুব অ্যাকটিভ। রেলস্টেশন থেকে বোমাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। তারা বোমা হামলা করার চেষ্টা করছিল। আওয়ামী লীগ জনগণের দল। আমাদের উপর হামলা হলে মেনে নেব। কিন্তু জনগণের উপর হামলা হলে মেনে নেব না। এসময় তিনি এলাকার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।
গণসংযোগ করার সময় শামীম ওসমান ভোটারদের সঙ্গে শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন। ভোটারা তাঁকে ফুলের পাপড়ি ছিটিয়ে অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সম্পাদক জিএম আরমান, অ্যাডভোকেট মাহমুদা মালা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজবিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া, নাসিক ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু প্রমুখ।