জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান ও প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান পত্নী সালমা ওসমান লিপি বলেছেন, খেলাধুলা হচ্ছে এমন একটা কাজ যা সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করে। তাই প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিকভাবে খেলাধুলা আয়োজন করতে হবে।
মঙ্গলবার (১১জুন ) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লেখাপড়ার পাশাপাশি খেলেধুলায় মনোনিবেশ করতে হবে। ফুটবল ক্রিকেটের পাশাপাশি দেশীয় খেলা যেমন হাডুডু দাঁড়িয়া বান্দা ও অন্যান খেলার আয়োজন করতে হবে। আজকে যারা জিতেছো তাঁদের জন্য শুভ কামনা তেমনি যারা মাত্র ২ গোলে হেরেছো তাঁদের জন্যও শুভকামনা। কারণ তোমরা আগামীতে জিতবে। সেভাবে প্রস্তুত হও। গর্জে উঠো আবারো পিছনে ফেলে সামনে বার। জয় বাংলা বলে আগে বড়।
ইউ এন ও দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা অফিসারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।