নির্বাচন বানচাল করার চেষ্টা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভার মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক। সোমবার (২৪ জুন) বিকেলে রূপগঞ্জ দৌলতপুর এলাকায় উঠান বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
উঠান বৈঠকে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক বলেন, নির্বাচন নিয়ে অনেক ছিনিমিনি খেলা চলছে। নির্বাচনকে বানচাল করার জন্য ও প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল চেষ্টা করছে। নির্বাচন যেন স্বচ্ছ ফেয়ার না হয়। কিন্তু কাঞ্চন পৌরসভার মানুষ সহজ সরল ও শান্তিপ্রিয় মানুষ। যদি বহিরাগতরা এই কাঞ্চন পৌরসভার শান্তিপ্রিয় মানুষদের অশান্ত করতে চায়, তাহলে আমি এখান মানুষদের নিয়ে তাদের দাত ভাঙা জবাব দেবো।
তিনি আরও বলেন, যারা অবৈধ টাকা কামিয়ে বিভিন্ন অপকর্ম করতে তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই। আমি দরিদ্র শ্রেনির পক্ষে নিয়ে ওই অপকর্মকারীদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি। তাছাড়া একটি মহল আপনাদের এ দেশ থেকে বিতাড়িত করতে চায়। এজন্য তারা উঠে পড়ে লেগেছে।
অবৈধ টাকার খেলা চলছে উল্লেখ করে তিনি বলেন, নারায়ণগঞ্জ কাঞ্চন পৌরসভার মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক বলেন, গতকাল কাঞ্চন পৌরসভায় অবৈধ টাকার খেলা হয়েছে। এই অবৈধ টাকা কাদের টাকা। এই টাকা কিন্তু আমাদের টাকা। এই টাকা কোথায় ছিল? এখন কেন বের করতেছে। আপনারা সবাই জানেন, এই অবৈধ টাকা আমাদের ঘাম ভেজা টাকা। সেই অবৈধ টাকা আবার আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। কিন্তু এই টাকা আপনারা নিলে কোন সমস্যা নাই। কারণ এই টাকা নিয়ে আমার প্রতিপক্ষ প্রার্থীকে ভোট দিলে কী হবে আপনারা সবাই জানেন। সেটা বিবেচনা করে আপনারা জগ মার্কায় ভোট দেবেন।
দৌলতপুরবাসীর পাশে সব সময় ছিল উল্লেখ করে তিনি বলেন, এই দৌলতপুরবাসী সব সময় আমাকে কাছে পেয়েছে। তারা যখনই আমাকে ডাক দিয়েছে তখনই আমি আপনাদের এখানে হাজির হয়েছি। বিগত মেয়াদে আমি নির্বাচিত হয়ে সর্বপ্রথম আপনাদের মসজিদের ছাদ নির্মাণ করে দিয়েছি। এরপরে পর্যায়ক্রমে যখন যা চেয়েছেন আমি সেটা করে দিয়েছি। এই এলাকার সড়ক খুব অবহেলিত ছিল, সেটা মেরামত করে দিয়েছি। আগামীতে নির্বাচিত হয়ে এই সড়কের অবশিষ্ট কাজ সম্পন্ন করে দেবো। বরাদ্দের টাকা শেষ হয়ে যাওয়ায় এই সড়কের অবশিষ্ট কাজের টেন্ডার দিতে পারিনি। তবে ইনশাআল্লাহ হয়ে যাবে।