নেপালে একটি ভারতীয় পর্যটকবাহী বাস খাদে পড়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) স্থানীয় সময় সকালে দুর্ঘটনাটি ঘটে। বাসটি নেপালের পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই ১৪ জন প্রাণ হারান এবং আরও বেশ কয়েকজন আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় উদ্ধারকারী দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নেপালে পাহাড়ি সড়কগুলোতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ হিসেবে বাসটির ব্রেকফেল বা চালকের অসতর্কতা সন্দেহ করা হচ্ছে, তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।