রাওয়ালপিন্ডি টেস্ট: তৃতীয় দিনের প্রথম সেশনে সাদমান-মুমিনুলের ব্যাটে বাংলাদেশ লড়ছে
রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের ব্যাটসম্যানদের দৃঢ় পারফরম্যান্স চোখে পড়ার মতো। সকালে দ্রুত দুই উইকেট হারানোর পর বাংলাদেশের চাপ বাড়লেও, সাদমান ইসলাম ও মুমিনুল হক মিলে প্রতিরোধ গড়ে তুলেছেন। বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম তার ফিফটি পূর্ণ করেছেন, আর মুমিনুল হকও একই পথে রয়েছেন।
শুক্রবার (২৩ আগস্ট) রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশ ২ উইকেটে ১৩৪ রান করেছে। এই সেশনে ৩৬ ওভারে ১০৭ রান তুলেছে টাইগাররা। গতকাল পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে।
তৃতীয় দিনের শুরুতে জাকির হাসান আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন, তবে নাসিম শাহ’র একটি স্লো অফ স্টাম্পের বাইরের বলে ক্যাচ দিয়ে প্রথম উইকেট হারান। তিনি ৫৮ বলে ১২ রান করেন। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও দ্রুত আউট হন। খুররম শাহজাদের আঙেলিং ডেলিভারিতে ৪২ বলে ১৬ রান করে উইকেট হারান শান্ত।
তবে সাদমান ও মুমিনুল এক প্রান্ত আগলে রেখেছেন। মাহমুদুল হাসান জয়ের চোটের পর একাদশে সুযোগ পাওয়া সাদমান ১২৩ বলে ৫৩ রান করে অপরাজিত রয়েছেন। মুমিনুল হকও ৪৫ রান করে অপরাজিত আছেন। তাদের মধ্যে অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি গড়ে বাংলাদেশকে লড়াইয়ে রাখছেন।