দেশে ভয়াবহ বন্যার প্রেক্ষাপটে সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসেছে, তাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসানও যুক্ত হতে চেয়েছেন। তিনি সর্বোচ্চ সহায়তা করার ইচ্ছা প্রকাশ করেছেন। শুক্রবার (২৩ আগস্ট) ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, কোনো পূর্বাভাস ছাড়াই আসা প্রলয়ের মতো বন্যা দেশের পুবদিক একেবারে ভাসিয়ে নিয়েছে। মানুষের অসহায়তার ছবি দেখে তার মন ভারী হয়ে আছে। তিনি বিশ্বাস করেন, মানুষের সহানুভূতি ও একতার মাধ্যমেই এই বিপর্যয় মোকাবিলা করা সম্ভব।
জয়া আহসান আরও লিখেছেন, আমরা একটি নতুন সময়ের জন্য প্রস্তুত হচ্ছি, হাতে হাত রেখে কাজ করার সময় এসেছে। রিবিল্ড ও রিফর্ম বাংলাদেশের স্বপ্নের বাস্তবায়ন এবং একটি নিরাপদ বাংলাদেশের জন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ঢাকা থেকে যেকোনো সাহায্য করার জন্য তিনি প্রস্তুত। সকলকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বিশ্বাস করেন, একত্রিত হলে অনেক প্রাণ রক্ষা করা সম্ভব। তিনি উল্লেখ করেছেন যে, ডোনেশন সঠিক ও বিশ্বাসযোগ্য সংস্থার কাছে পৌঁছানো নিশ্চিত করা জরুরি। এই পোস্টের থ্রেডে কিছু সংস্থার লিংক শেয়ার করা হয়েছে যারা ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছে। সবাইকে সাহায্যের জন্য যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন জয়া আহসান।