নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী গোলাম দস্তগীর গাজীর অনুসারীদের বিরুদ্ধে ভোটাদের মারধর করে ভয়-ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী মো. শাজাহান।
সে নৌকা প্রতীকের প্রার্থীর অনুসারীদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার বরাবর বুধবার (২৭ ডিসেম্বর) এ অভিযোগ করেন মো. শাজাহান।
মারধর ও ভয়ভীতি দেখানোর নৌকার প্রার্থীর অনুসারীরা হলেন-চনপাড়া এলাকার শমসের, মুড়াপাড়া ইউনিয়নের শেখ ফরিদ ভূয়া মাসুম, সোনারগাঁও ইউনিয়নের আফসার উদ্দিনের ছেলে তাওলাদ, কালাদী গ্রামের সুরুজ মিয়ার ছেলে মোহাম্মদ আলী হোসেন, মুড়াপাড়া ইউনিয়নের তোফাজ্জল আহমেদ আলমাস, মাছিমপুরের মোহাম্মদ মামুন মিয়া, রনি মিয়া ও আব্দুল হামিদ।
স্বতন্ত্র প্রার্থী মো. শাজাহানের অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে রূপগঞ্জ ও সোনারগাঁ থানায় হত্যা, ধর্ষণ, মাদকসহ অসংখ্য মামলা রয়েছে। তারােআওয়ামী লীগ প্রার্থী গোলাম দস্তগীর গাজীর একান্ত সচিব (এপিএস) এমদাদুল হকের সরাসরি ছত্রয়ায়ায় এ সব অপকর্মী করছে।
অভিযোগে আরও উল্লেখ করেন, তারা সম্প্রতি আমার পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় মুক্তিযোদ্ধাদের উপরও হামলা করেছে। এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধারা একাধিক বার সংবাদ সম্মেলন করে বিষয়টি প্রকাশ করেছেন।