নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিণী ওসমান লিপি বলেছেন, বিএনপি আবারও মানুষ পুড়ারার কৌশলে নেমেছে। জনগণের আন্দোলন করতে গিয়ে জনগণকে পুড়িয়ে মারা তাদের কাছে কোন বিষয় না। ক্ষমতার জন্য ওরা যে কোন কিছু করতে পারে। ঘরে ঘরে যাওয়ার সাহস তাদের নেই, তাই চোরের মত করে লিফলেট ছড়ায়। ওরা ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করতে চায়।
আমরা ওদের ষড়যন্ত্রে পা দিব না। আমরা সচেতন না হলে এই পুড়ে যাওয়া মানুষগুলো বিচার পাবে না। সাত তারিখে ভোটকেন্দ্রে উপস্থিতির মাধ্যমে ওদের জবাব দিবেন। এখন ওদের না থামালে আপনার সন্তানও কষ্ট পাবে। তাই ওদের থামাতে হবে৷ ওদের প্রতিহত করতে হবে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তল্লা এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে একথা বলেন তিনি। এসময় তার ছেলে অয়ন ওসমানও সেখানে বক্তব্য রাখেন।
তিনি আরও বলেন, যিনি উন্নয়ন করে তার পাশে যদি আমরা না থাকি তাহলে ভবিষ্যতে আর কেউ উন্নয়নের জন্য এগিয়ে আসবে না। কারণ তারা ভাববে উন্নয়ন না করেও ভোট পাওয়া যায়। এর আগের বার এখানে এসেছিলাম। সেসময় এখানে কোন রাস্তা ছিল না। শামীম ওসমান সাহেব ২৬শ শো কোটি টাকার বিনিময়ে রাস্তা, গ্যাস, ইলেক্ট্রিসিটি এনে দিয়েছে।
তিনি বলেন, উন্নয়নের জন্য প্রতিবাদের জন্য ভোট চেয়ে গেলাম। ভোট দিতে যাবেন। যদি মনে করেন আমার কথা সত্য তাহলে ভোট দেয়া নিয়ে পিছপা হবেন না। যেন বিদেশি অতিথিরা এসে দেখতে পায় আমাদের জনগণ কতটা সচেতন, সাবধান ও প্রতিবাদী।