অন্যান্য বছরের মতো এবারও বছরের প্রথম দিনে নতুন বই হাতে আনন্দে মেতেছেন নারায়ণগঞ্জের হাজারও শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের হাতে হাতে শোভা পেয়েছে নতুন বই। নতুন বইয়ের ঘ্রাণ পূর্ণ করেছে নতুন শ্রেণিতে ওঠার আনন্দ।
বছরের প্রথম দিনে প্রাথমিকে পর্যায়ের ৩ লাখ ১৯ হাজার শিশুর হাতে কিছু কিছু করে বই তুলে দেওয়া হয়েছে। আর মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা সব বিষয়ের নতুন বই পেলেও অষ্টম ও নবম শ্রেণির কিছু শিক্ষার্থীর হাতে সব বই তুলে দেয়া সম্ভব হয়নি।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবছর নারায়ণগঞ্জে মোট শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৩০২ জন। নতুন বছরে ৩৭লাখ ৯১হাজার ৮৫৮টি বইয়ের প্রয়োজন ছিল। প্রথম দিনে ২৮ লাখ ১৭ হাজার ১৮৬ টি বই বিতরণ করা সম্ভব হয়েছে। বাকি ৯ লাখ ৭৪ হাজার বই আসবে জানুয়ারীর ১০ তারিখের মধ্যে বিতরণ করা হবে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইউনুছ ফারুকী জানান, অবশিষ্ট বই সর্বোচ্চ ১০ জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীরা পেয়ে যাবে।
বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, সকালে বই বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব ফয়েজ উদ্দিন আহমদ লাভলু। নতুন বই পেতে অভিভাবকদের সাথে নিয়ে ভিড় জমিয়েছে শিক্ষার্থীরা। স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী শৃঙ্খলভাবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। এদিকে, বই হাতে পাওয়া মাত্রই হাসি মুখে এক পাতা থেকে অন্য পাতায় চোখ বুলাতে ব্যস্ত হয়ে পড়ে কোন কোন শিক্ষার্থীরা।
একই ভাবে বই বিতরণ করেছেন নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয়েও। সেখানে অংশ নিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি চন্দন শীল।