দ্বাদশ নির্বাচনের সকল প্রস্তুতি শেষ। এবার শুরু হলো ভোট যুদ্ধ। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রবিবার সকাল ৮টায় শুরু হয়েছে ব্যালটে ভোটগ্রহণ। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন থাকলে ভোট শেষ হতে আরো দেরি হতে পারে। অর্থাৎ যারা ভোট দিতে আসবেন, তাদের ভোট দেওয়া শেষ হলেই ভোট বন্ধ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
শুক্রবার সকাল ৮টায় শেষ হয়েছে ভোটের প্রচার প্রচারণা। এর পর থেকেই মূলত অপেক্ষা শুরু। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ করতে কোনো কিছুর কমতি রাখছে না আউয়াল কমিশন। এবারের নির্বাচনে ‘ভোটার উপস্থিতি’ নিশ্চিত করাই বর্তমান কমিশনের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নওগাঁ-২ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের ভোট বাতিল করেছে ইসি। যদিও গতকাল শুক্রবার রাতে গাইবান্ধা-৫ আসনে ইসি ভোট বন্ধ ঘোষণা করেছে বলে গুঞ্জন ওঠে। পরে নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান।
দ্বাদশ নির্বাচনে ২৯৯ আসনে এক হাজার ৯৭০ প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আছেন। ২৮টি রাজনৈতিক দলের হয়ে লড়াই করছেন এক হাজার ৫৩৪ প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ৪৩৬ জন।
জানা গেছে, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ১২৮ ভোটকেন্দ্র রয়েছে। এরমধ্যে ৮১ ভোটকেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ১১৭ কেন্দ্রের ৭১টি, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ১৩১ কেন্দ্রের ৪৩টিকে ঝুকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের ২৩১টি কেন্দ্রের মধ্যে ১৪৯টি ঝুকিপূর্ণ বলে জানিয়েছে জেলা পুলিশ। নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে ১৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৯টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনে মোট ২২ লাখ ৫৫ হাজার ৬০ জন তালিকাভুক্ত ভোটার রয়েছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দলের ৩৪ জন প্রার্থী এ নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের মধ্যে ৬ জন রয়েছেন স্বতন্ত্র প্রার্থী।