এনএনডি টিভি: অবশেষে দখল মুক্ত হলো শহরের আলোচিত মীর জুমলা সড়ক।
অবৈধ দোকানীদের উচ্ছেদের পর স্বস্তি ফিরেছে সড়কটির পথচারীদের।
শহরের দিগুবাবুর বাজারের মীর জুমলা সড়কটি মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে অবৈধ হকার ও বাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির খসরু, নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
উচ্ছেদ অভিযান শেষে নারায়ণগঞ্জ ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত গোলটেবিল আলোচনায় জনপ্রতিনিধিসহ সকলেরই ঐক্য মতে, যানজট, অবৈধ স্ট্যান্ড, হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ করছে প্রশাসন। তারই প্রেক্ষিতে গত তিনদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থাপনা উচ্ছেদে কাজ করছে প্রশাসন। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ প্রশাসনের যৌথভাবে আজ মীর জুমলা সড়কটির দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আপনারা দেখছেন কি সুন্দর একটি ঢালাই করা রাস্তা মনে হবে না যে এখানে রাস্তা ছিল ।আমরা দুই-তিনদিন ধরে চেষ্টা করে যাচ্ছি হকার মুক্ত মানুষের চলাচলের রাস্তা নারায়ণগঞ্জবাসীকে উপহার দেয়ার জন্য।
তিনি আরও বলেন, আমি আশাকরি যারা হকার আছে তাদের থেকে শুরু নারায়ণগঞ্জের সুশীল সমাজ, রাজনীতিবিদ , সাংবাদিকসহ প্রশাসনের সকলের যৌথ প্রচেষ্টায় আমরা সুন্দর একটি স্মাট নারায়ণগঞ্জ গড়ব। যেখানে মানুষ নির্বিঘ্নে হাঁটতে ও চলাচল করতে পারবে। আমাদের যে কার্যক্রম চলছে সেটি অব্যাহত থাকবে। গত ২-৩দিনে যে অর্জনটা করেছি সকলের সহযোগিতা ও প্রচেষ্টায় সেই অর্জনটা আমরা স্থায়ীভাবে ধরে রাখতে চাই।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে বাজারের সামনের খালি জায়গা ইজারা নিয়ে মীর জুমলা সড়কে দোকানী বসাতেন ইজারাদার। বহু চেষ্টা করেও এখানকার হকারদের উচ্ছেদ করা সম্ভব হয়নি।
কয়েক বছর পূর্বে আলোচিত পুলিশ সুপার মুহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে সড়কটি উদ্ধার হয়। তিনি বদলি হয়ে যাওয়ার পরপরই দোকান মালিকরা আবারও রাস্তাটি দখল করে নেয়।
গত ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠকে সড়কের অবৈধ দখলদার উচ্ছেদের সিদ্ধান্ত আসে।
সেই গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, জেলা প্রশাসক মো. মাহমুদুল হক ও নারায়ণগঞ্জ ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির খসরু।