অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শণে এসেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও নৌকা প্রতিক নিয়ে বিজয়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী। বুধবার (৩ জানুয়ারী) সকালে হঠাৎ করেই তিনি উপস্থিত হন একেএম শামসুজ্জোহা ষ্টেডিয়ামের জনসভা মাঠে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এই মাঠেই জাতীয় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক ভাষন দেবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ নির্বাচনী জনসভা এটি। জনসভাস্থল পরিদর্শণকালে মেয়র আইভী বলেন, ‘সারাদেশে বিগত ১৫ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে ৷ নারায়ণগঞ্জেরও প্রতিটি এলাকায় মানুষের চাহিদা অনুযায়ী উন্নয়ন হয়েছে ৷ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীর পাশাপাশি নারায়ণগঞ্জবাসীও উজ্জীবিত৷’
দলীয় নেতা-কর্মীরা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর পর একদিনের জন্যও নির্বাচনী কোন আসনে যাননি মেয়র আইভী। কোথাও দেখা যায়নি এই নেত্রীকে। দলীয় কোন প্রার্থীর পক্ষে কোন গণসংযোগও করেননি। দেশের বিভিন্নস্থানে দলীয় জনপ্রতিনিধিরা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নৌকা প্রতিকে ভোট চেয়েছেন। নারায়ণগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যানসহ দলীয় জনপ্রতিনিধিরা নির্বাচনী আচরনবিধি মেনে গণসংযোগে অংশ নিয়েছেন। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন মেয়র আইভী। তিনি দলীয় কোন প্রার্থীর পক্ষে ভোট চাননি।
গত শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে মেয়র আইভী সরকারী প্রটোকল নিয়ে গিয়েছিলেন রূপগঞ্জে। সেখানে নৌকার প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীরের বাসভবনে যান তিনি।। খবর পেয়ে সেখানে উপস্থিত হন বেশ কিছু গণমাধ্যমকর্মী। মেয়র আইভী প্রথমে গণমাধ্যমের সাথে কথা বলতে চাননি। পরে গণমাধ্যম কর্মীদের অনুরোধে কথা বলতে রাজী হন।
সিটি করপোরেশনের মেয়র হয়েও নির্বাচনকালিন সময়ে রূপগঞ্জে আসার ব্যাখায় মেয়র বলেন, ‘আসলে সংগত কারণেই আমি ভাইয়ের (মন্ত্রী গাজী) পক্ষে নির্বাচনে নামতে পারছি না। তবে শুভকামণা করতেই পারি। আর এটা যেহেতু আমার ভাইয়ের বাড়ি, আমি তো আসতেই পারি। এজন্যই আসা।
এরআগে ২৮ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে প্রধাণমন্ত্রী শেখ হাসিনার নারায়ণগঞ্জে জনসভা করার সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগের প্রভাবশালী নেতা একেএম শামীম ওসমান। ওইদিন সাংবাদিকরা প্রশ্ন করেন, মেয়র আইভী কেন নৌকার নির্বাচনী প্রচারে নেই। উত্তরে শামীম ওসমান বলেছিলেন, হয়তো কোন কারনে ব্যস্ত। নৌকার প্রচারণায় মেয়র আইভকে চান কিনা প্রশ্ন করলে শামীম ওসমান বলেন, শুধু আইভী কেন, সবাইকেই চাই। এসময় আশাবাদ ব্যক্ত করে শামীম ওসমান বলেন, নৌকার প্রচারণায় না এলেও ৪ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় সবাই আসবেন।