তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপ্যাসন তারেক রহমানের দিকে আঙ্গুল তুলছেন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী একেএম শামীম ওসমান। তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রটেনের কাছে আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে ফতুল্লার উত্তর কাশিপুর শান্তিনগর এলাকায় প্রচারণা শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
এর আগে এলাকাটিতে ব্যাপক গণসংযোগ করেছেন আওয়ামী লীগের এই প্রার্থী।
তারেক রহমানকে খুনি আখ্যা করে শামীম ওসমান বলেন, তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ট্রেনের যাত্রী ছিল একটা বাচ্চা ও তার মা। কেউ কাউকে ছাড়ে নি। দু’জন দু’জনকে জড়িয়ে ধরে আগুনে পুড়ে ছাই হয়েছে। এর আগেও তার নির্দেশে ৫০০ মানুষকে পুরিয়ে মারা হয়েছে। আগেও সে ২৬ জন পুলিশকে হত্যা করিয়েছে। আর্ন্তজাতিক বিশ্বের কাছে, বিশেষ করে পৃথিবীর অন্যতম দেশ ও গণতান্ত্রিক রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রটেনের কাছে, হাত জোড় করে আমার আহ্বান থাকবে, এই অপরাধ যারা সংগঠিত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমাদের দেশটাকে ধংষ করার জন্য যারা কাজ করছে। আপনারা তাদেরকে প্রশ্রয় ও আশ্রয় দিবেন না। আমরা আশা করি, এ জাতি সেটা মেনে নিবে না।
শামীম ওসমান বলেন, ১৯৭১ সালে কেউ এমন আশ্রয় প্রশ্রয় দিয়ে ছিল। বাঙ্গালী জাতি খুবই আবেঘ প্রবণ জাতি। তখন বাঙ্গালী জেগে উঠে ছিল, ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে, ২ লাখ নারী তাদের সঙ্গম হারিয়েছে। তারপরেও মাত্র ৯ মাসের মধ্যে দেশকে স্বাধীন করেছে। পাকিস্তানের ৯০ হাজার সৈনকে নাকে খড় দিতে হয়েছে। আমি মানুষের মধ্যে আবারও সেই একই ধরণের মানুসিকতা দেখতে পাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম. সাইফুল্লাহ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বশির আলম ফাতু প্রমুখ।