সারাদেশে ২৯৮ টি আসনে নৌকার প্রার্থী ঘোষনা করা হলেও নারায়ণগঞ্জ-৫ (বন্দর-সদর) আসন খালি রেখেছিলো আওয়ামী লীগ। কেন খালি রেখেছিলো তা ৪ জানুয়ারী নারায়ণগঞ্জে নির্বাচনী শেষ প্রচারণায় এসে স্পষ্ট করেছেন খোদ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
তিনি বলেছেন, নৌকায় লাঙ্গল চড়ে বসেছে, আপনারা একটু দেইখেন।
এই কথার মর্মার্থ বুঝতে দেরী হয়নি কারও। সবাই বুঝে গেছেন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সম্মানেই এই আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। যেভাবে ২০০৮, ২০১৪ এবং এমপি নাসিম ওসমানের মৃত্যুর পর নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকার কোন প্রার্থী দেয়া হয়নি। একইভাবে এবারও সম্মান জানানো হয়েছে ওসমান পরিবারকে।
জানা গেছে, নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমানের সঙ্গে প্রতিদ্ধন্ধিতা করছেন তৃণমূল বিএনপি, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, জাকের পার্টি ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থীরা। প্রার্থী থাকলেও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব নেই এখানে। তারপরও শেস অবধি লড়ে যেতে মাঠে কাজ করছেন প্রার্থীরা। এ আসনে বোঠারদের কেন্দ্রে আনাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন স্থানীয়রা।
এবার নারায়ণগঞ্জ-৫ আসনে এ কে এম সেলিম ওসমানের বিপরীতে রয়েছেন তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল হামিদ ভাষানী, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের এ এম এম একরামুল হক, জাকের পার্টির মোর্শেদ হাসান এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির ছামসুল ইসলাম।