নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলী নওশাদকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহেন শাহ বিরুদ্ধে।
তবে, অভিযুক্ত শাহেন শাহ অভিযোগটিকে ‘মিথ্যা’ বলে দাবি করছেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশেনের ২০ নং ওয়ার্ডের বেপারীপাড়া এলকায় টিসিবি পন্য বিতরণ কালে বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিউলী নওশাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
টিসিবি পন্য সামগ্রী আত্মসাতের অভিযোগ তুলে ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহেন শাহ বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। সেই সংবাদের জের ধরে শাহেন শাহ শিউলী নওশাদকে লাঞ্চিত করেছে বলে জানা গেছে।
শিউলী নওশাদ কান্না জড়িত কন্ঠে জানান, রাজনৈতিক কারণে ২০ নং ওয়ার্ড কাউন্সিলর শাহেন শাহ আত্মগোপনে থাকার আমি আমার ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় সুশৃঙ্খল ভাবে টিসিবি পন্য বিতরণ করে আসছি। প্রতি মাসের ন্যায় ২৫ জানুয়ারী বেলা সাড়ে ১১ টায় সোনাকান্দা বেপারীপাড়া এলকায় টিসিবি পন্য বিতরণের জন্য গেলে কাউন্সিলর শাহেন শাহ আমাকে দেখা মাত্র টিসিবি পন্য নিতে আসা লোকজনদের সামনে অকথ্য ভাষায় গালিগালজ ও আমার সাথে মারমুখি আচরণ করাসহ প্রান নাশের হুমকি দেয়। সে বলে আমি নাকি সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে তার বিরুদ্ধে টিসিবি পন্য আত্মসাতের সংবাদ প্রকাশ করিয়েছি।
লাঞ্চিত করার বিষয়ে অভিযুক্ত শাহেন শাহ জানান, আমার সাথে শিউলী নওশাদের সাথে কিছু হয়নি। তাকে আমি গালাগালি করেছি প্রমান করতে পারলে যা শাস্তি হবে মাথা পেতে মেনে নিব। আমাকে বির্তকিত করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।