নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান নৌকার পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় নেমেছে। তার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন এই সংসদ সদস্যের পত্নী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। এই আসনের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করে নির্বাচনী মাঠ চড়ে বেড়াচ্ছেন। আর নির্বাচনী প্রচারণায় সময়ে নৌকার উন্নয়ন ও বিএনপি-জামায়াতের সহিংসতার বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দিয়ে ভোটারদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এতে সাধারণ ভোটাররা তার প্রতি আস্থা রাখতে শুরু করেছে।
গত শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়েছেন লিপি ওসমান। ওই বৈঠকে সালমা ওসমান লিপি বলেছেন, আমাদের অস্ত্র হবে আমাদের ভোট। যারা আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে তারা নির্বাচন বানচাল করতে চায়। আপনাদের ভোটকেন্দ্রের উপস্থিতি হবে ওদের জবাব। আপনারা বুঝিয়ে দিবেন আমরা এই নৃশংসতার বিচার চাই।
তিনি আরও বলেন, এবার আমরা ভোট চাইছি শুধু উন্নয়নের কথা বলে নয়৷ এবারের ভোট আলাদা। বিগত কিছুদিনে বিএনপির দুর্বৃত্তরা মানুষ পুড়িয়ে হত্যা করেছে। ২০১৩/১৪ সালে পাঁচশ মানুষ আগুনে পুড়িয়ে মেরেছে। ওরা নাকি জনগণের জন্য আন্দোলন করে। সাধারণ মানুষকে পুড়িয়ে জনগণের জন্য কিসের আন্দোলন। আমি সেটার বিচার আগে চাইব, তারপর ভোট চাইব।
তিনি বলেন, আপনার ভোট মূল্যবান, কারণ একটা ভোট দিয়ে আপনি উন্নয়নে শামিল হতে পারেন। প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ নিয়ে পদ্মাসেতু, মেট্রোরেল করে দেখিয়েছেন। আমরা যদি এই ষড়যন্ত্র মোকাবিলা না করি তাহলে হেরে যাবো, জিতে যাবে অগ্নিসন্ত্রাসীরা। এই অন্যায়ের প্রতিবাদ করতে চাইলে আমরা ভোটকেন্দ্রের যাবো, ভোট দিবো। যদি মনে করেন উন্নয়ন হয়েছে, তাহলে নৌকা মার্কায় ভোট দিবেন। আপনারা বিবেচনায় ভুল করলে আমাদের সন্তানেরা কষ্ট পাবে। শামীম ওসমান সাহেব এবার হজ্জ করতে গিয়ে প্রতিজ্ঞা করেছেন নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করবেন। তার জন্য একটা ভোট আমি আপনাদের কাছে দাবি করছি।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তল্লা এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়েছেন লিপি ওসমান। এ সময় তার ছেলে অয়ন ওসমানও সেখানে বক্তব্য রাখেন।
শামীম ওসমানের সহধর্মিণী ওসমান লিপি বলেছেন, বিএনপি আবারও মানুষ পুড়ারার কৌশলে নেমেছে। জনগণের আন্দোলন করতে গিয়ে জনগণকে পুড়িয়ে মারা তাদের কাছে কোন বিষয় না। ক্ষমতার জন্য ওরা যে কোন কিছু করতে পারে। ঘরে ঘরে যাওয়ার সাহস তাদের নেই, তাই চোরের মত করে লিফলেট ছড়ায়। ওরা ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করতে চায়। আমরা ওদের ষড়যন্ত্রে পা দিব না। আমরা সচেতন না হলে এই পুড়ে যাওয়া মানুষগুলো বিচার পাবে না। সাত তারিখে ভোটকেন্দ্রে উপস্থিতির মাধ্যমে ওদের জবাব দিবেন। এখন ওদের না থামালে আপনার সন্তানও কষ্ট পাবে। তাই ওদের থামাতে হবে৷ ওদের প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, যিনি উন্নয়ন করে তার পাশে যদি আমরা না থাকি তাহলে ভবিষ্যতে আর কেউ উন্নয়নের জন্য এগিয়ে আসবে না। কারণ তারা ভাববে উন্নয়ন না করেও ভোট পাওয়া যায়। এর আগের বার এখানে এসেছিলাম। সেসময় এখানে কোন রাস্তা ছিল না। শামীম ওসমান সাহেব ২৬শ শো কোটি টাকার বিনিময়ে রাস্তা, গ্যাস, ইলেক্ট্রিসিটি এনে দিয়েছে। উন্নয়নের জন্য প্রতিবাদের জন্য ভোট চেয়ে গেলাম। ভোট দিতে যাবেন। যদি মনে করেন আমার কথা সত্য তাহলে ভোট দেয়া নিয়ে পিছপা হবেন না। যেন বিদেশি অতিথিরা এসে দেখতে পায় আমাদের জনগণ কতটা সচেতন, সাবধান ও প্রতিবাদী।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তল্লা এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়েছেন লিপি ওসমান। সেখানে তিনি বলেন, বিএনপি এখন চার পাঁচ জন করে চোরের মত লিফলেট ছড়ায়। ঘরে ঘরে যাওয়ার সাহস তাদের নেই। তারা ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করতে চায়। সাত তারিখে ভোটকেন্দ্রে উপস্থিতির মাধ্যমে ওদের জবাব দিবেন।
নেতাকর্মী সূত্রে জানা গেছে, নৌকা প্রতীকের প্রচারণায় নেমে এভাবে প্রায় প্রতিদিন নৌকার পক্ষে নানা উন্নয়ন ও বিএনপি-জামায়াতের সহিংতার নানা ঘটনা তুলে ধরে জ্বালাময়ী বক্তব্য দিয়ে আসছিলেন। এ সময় স্থানীয় ভোটাররা তাকে ফুল মালা দিয়ে বরণ করে নিয়েছেন। নির্বাচনের ভোটের দিন যত ঘনিয়ে আসছে তার ওপর ভোটাররা তত আস্থা রাখতে শুরু করেছে। দিনে দিনে এর প্রবণতা বাড়ছে।
ফতুল্লা তল্লা এলাকার দোকানি আশরাফ মিয়া বলেন, লিপি ভাবী আমাদের এলাকায় এসে নির্বাচনী প্রচার প্রচারণা করেছেন। তার কাছে আমরা নানা সমস্যার কথা তুলে ধরেছি। আরও উন্নয়ন করবেন বলে তিনি আশ্বস্ত করেছেন ।
সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা এলাকার বাসিন্দা রফিক মিয়া বলেন, ‘লিপি ওসমান স্বাধীনতা স্বপক্ষের শক্তি। তিনি উন্নয়নের কথা বলেন। তার প্রতি এলাকার জনগণ আস্থা রেখে নৌকা মার্কায় ভোট দিবে।