জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আহমেদ আকসিরের স্মরণসভা ও দোয়া মাহফিল পরিবারবর্গের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে জনপ্রতিনিধি রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া জগতের ব্যক্তিবর্গের উপস্থিতিতে সংক্ষিপ্তভাবে স্মরণ করা হয় ক্ষণজন্মা এই ক্রীড়া ব্যক্তিত্ব কে ইউ আকসীরকে।
স্মরণসভায় কুতুবউদ্দিন আকসিরের স্মৃতিচারণ করেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চলচ্চিত্র নায়ক ফেরদৌস আহমেদ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, মহানগর সভাপতি আনোয়ার হোসেন, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদ আহমেদ, বিভাগীয় ক্রীড়া সংগঠনের মহাসচিব আশিক আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি খবির আহমেদ, নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি.কাশেম জামাল, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাবেক পিপি এড. ওয়াজেদ আলী খোকন, নাসিরউদ্দিন মন্টু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হোসনে আরা বাবলী, এনএনডি টিভির চেয়ারম্যান আলহাজ্ব ফয়েজউদ্দিন আহমেদ লাভলু, ইব্রাহিম চেঙ্গীস, মরহুমের একমাত্র ছেলে রাজীবসহ বিভিন্ন স্তরের অসংখ্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, স্বাধীণতাপূর্ব নারায়ণগঞ্জ তোলারাম কলেজের নির্বাচিত ভিপি ছিলেন কুতুবউদ্দিন আকসির। দেশ স্বাধীন হওয়ার পর রাজনীতি না করে পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে খেলোয়ার সংগ্রহ করে বিভিন্ন টুর্ণামেন্টের আয়োজন করেছেন। নারায়ণগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার ৭ বারের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। দেশের ক্রীড়াঙ্গনে অবদানের জন্য কুতুবউদ্দিন আকসিরকে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত করা হয়। তিনি ছিলেন ক্রীড়াঙ্গনের একজন নক্ষত্র। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গন একজন সফল ক্রীড়া ব্যক্তিত্বকে হারালো। কুতুবউদ্দিন আকসিরের স্মৃতিকে ধরে রাখতে হবে এবং ক্রীড়া ক্ষেত্রে তার অবদানকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
উল্লেখ্য, গত ২৬ জুন বিকেলে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া ক্রীড়া সংগঠক কুতুব উদ্দিন আহমেদ আকসির (৭৭)। মৃত্যুকালে তিনি এক ছেলে রাজীব, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কুতুব উদ্দিন আকসির ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সহসভাপতি, শুটিং স্পোর্ট ফেডারেশনের সাবেক সহসভাপতি, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সহসভাপতি ছিলেন। তার স্ত্রী আনজুমান আরা আকসির বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সহসভানেত্রী।