জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচনে অংশ নিয়ে হেরে যাওয়া নেতারা এবার ঢাকার ইঞ্জিনিয়ারস ইনষ্টিটিউটে সভা ডেকেছেন। যদিও এ সভায় যেতে দলের সবাইকে নিষেধ করেছেন চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব চুন্নু। তবুও সভা করতে অনড় নির্বাচনে হেরে যাওয়া নেতারা। কেউ কেউ এটাকে ভাঙ্গনের পূর্বাভাস বলে মনে করছেন।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা। রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা যারা দ্বাদশ নির্বাচনে অংশ নিয়েছিলাম তারা একটা মত বিনিময় সভা ডেকেছি। সভায় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা তাদের মতামত ও অভিজ্ঞতা জানাবেন। দলের নীতি নির্ধারকদের বিরুদ্ধে যে অভিযোগ গুলো উঠে আসবে তা নিয়েও আলোচনা হবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব কীভাবে জাতীয় পার্টি করব, পার্টি চালাবো।
চেয়ারম্যান-মহাসচিবের অনুমতি ছাড়া ঢাকায় সভা সমাবেশ না করার বিষয়ে দলের নির্দেশনা নিয়ে জানতে চাইকে তিনি বলেন, এরকম কোনো নির্দেশনার বিষয়ে আমাদের জানা নেই। এই সভা আমরা যারা নির্বাচনে অংশ নিয়েও হেরে গেছি তারা ডেকেছি। এখানে চেয়ারম্যান মহাসচিবের অনুমতির প্রয়োজন নেই।