চাষাঢ়ায় প্রকাশ্যে আল আমিন ওরফে দানিয়ালকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত অনিক প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১১ এর একটি অভিযানিক দল লালমনিরহাট জেলা সদরের ড্রাইভার পাড়া এলাকা থেকে বুধবার (২১ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করে। এই অভিযানে র্যাব-১৩‘র সহযোগীতা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার অনিক প্রধানকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হয়েছে। তাকে স্থানীয়রা রমুর নাতি হিসেবে চিনতো।
দানিয়াল অটোরিকশা গ্যারেজের ব্যবসার সঙ্গে সম্পর্কিত ছিলেন। আর শুভ একটি কারখানার মেশিন অপারেটর হিসেবে কর্মরত। এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বিক্রয়ে বাঁধা প্রদানকে কেন্দ্র ৯ ফেব্রুয়ারি রাত ১১টায় শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় প্রকাশ্যে তাদের কুপিয়ে যখম করে। পরে তাদেরকে রক্তাক্ত অবস্থায় অটোরিকশায় তুলে নিয়ে যায় হামলাকারীরা। এরপর ফতুল্লার মাসদাইর এলাকায় আহতদের বাড়ির সামনে নিয়ে তাদের আবার আঘাত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দানিয়ালকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় শুভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
র্যাব জানায়, ১০ ফেব্রুয়ারি নিহত ভিকটিমের মা মুক্তা বেগম (৪১) বাদি হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-১১ ও র্যাব-১৩’র যৌথ আভিযানে লালমনিরহাটের ড্রাইভার পাড়া এলাকায় থেকে অনিক প্রধানকে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, গ্রেফতার আসামিকে বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে হত্যাকান্ডের পরপর পুলিশ গ্রেপ্তারকৃত অনিকের নানা ও দানিয়াল মামলার প্রধান আসামী রমু ওরফে সোর্স রমু গ্রেপ্তার করেছিল।