একমাত্র নাতি আরজিয়ান ওসমানকে নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বপরিবারে ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী একেএম শামীম ওসমান।
রোববার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আলোচিত এই সংসদ সদস্য।
শামীম ওসমান বলেন, “আমার এলাকায় কোথায় কী ভোট হচ্ছে আমি জানি না। সকাল থেকে এবাদতে ছিলাম। তারপর বাবা, মা ও ভাইয়ের কবর জিয়ারত করেছি। আমরা কমিটমেন্ট করেছিলাম উৎসবমুখর পরিবেশে ভোট দেব। আমি আমার নাতিকে নিয়ে ভোট দিতে এসেছি। এ ভোট ওদের ভবিষ্যতের জন্য। ওদের ভবিষ্যৎ শেখ হাসিনা।
আমাদের ভবিষ্যৎ ছিল জাতির পিতা বঙ্গবন্ধু। তাকে হত্যার পর আমাদের ভবিষ্যৎ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এখনও আগামী প্রজন্মের ভবিষ্যতকে চূর্ণবিচূর্ণ করার চেষ্টা চলছে।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি ওদের রাজনৈতিক দল বলি না। ওরা আগুন সন্ত্রাসীদের দল। গতকালও আগুন দিয়ে চারজনকে পুড়িয়ে দিয়েছে। এদের রাজনৈতিক দল বললে রাজনীতিবিদদের অপমান হবে। গতকাল ফতুল্লায় একটি কেন্দ্রে আক্রমণ করার চেষ্টা করেছিল। এলাকার সাধারণ মানুষ ধাওয়া দিয়ে একজনকে ধরে পুলিশে দেয়।
আমি দেখেছি স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিচ্ছে মানুষ। মহিলারাও আছে। তবে কিছুটাতো প্রভাব পড়েছেই ট্রেনে আগুন দেওয়ায়, তারপর শ্লোগান দিয়েছে, ভোটকেন্দ্রে আসবে যারা লাশ হয়ে ফিরবে তারা। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ একটু ভয় পাবেই।
এসময় তার সাথে ছিলেন সহধর্মিনী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, একমাত্র পুত্র ইমতিনান ওসমান অয়ন, কন্যা লাবিবা জোহা, পুত্রবধূ স্ত্রী ইরফানা আহমদ রাস্মী ও নাতী যোহা ইফরাইম ওসমান আর্জিয়ান প্রমুখ।