প্রধানমন্ত্রীকে চিঠি লেখার ১২ ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জে গ্যাস সমস্যার সমাধান হয়েছে বলে দাবি করছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমান।
দীর্ঘদিনের গ্যাস সমস্যা সমাধান করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
বিকেএমইএ‘র প্রধান কার্যালয় চাষাঢ়ায় সোমবার (২৯ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এ কথা জানান সেলিম ওসমান।
তার ভাষ্য, গ্যাস সমস্যার সমাধান না হলে ৩ লাখ মানুষ কর্মসংস্থান হারাতো। বেতন পরিশোদের ক্ষমতা থাকতো না বিভিন্ন শিল্প কারখানার।
নারায়ণগঞ্জের যানজট সমস্যার সমাধানে সাংবাদিকদের প্রশ্নের মুখে সেলিম ওসমান বলেন, যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব সিটি করপোরেশন, পুলিশ ও জেলা প্রশাসনের। আমাদের একসাথে বসতে হবে। তাছাড়া মানুষ বেড়ে গেছে যাতায়াতও বেড়ে গেছে। নতুন রাস্তা চালু হলে এটা (যানজট) কমে যাবে। নারায়ণগঞ্জের মানুষের সমস্যা সমাধান হবে। তবে, সেটা রাতারাতি করা সম্ভব না। অতীত ভুলে গিয়ে সবাই মিলে কাজ করলে এসব সমস্যা আর থাকবে না।