ডোবায় ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ধারণা করছে, মৃত ওই ব্যক্তি ভোর রাতে কাপড় ধোয়ার সময় ষ্টোক করে পানিতে ডুবে মারা গেছে।
ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের সিমান্তবর্তী খেজুরতলা এলাকা থেকে রোববার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম ইব্রাহিম (৬৫)। সে কুড়িগ্রাম জেলার রাজার হাট থানার কিসমত পুর কুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও ফতুল্লায় পূর্ব সেহাচর সুমনের বাড়ির ভাড়াটিয়া।
কুশিয়ারা সিকিউরিটি সার্ভিস কোম্পানীর মাধ্যমে জুট গোডাউনের নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন লোকটি। অন্যান্য দিনের মতো শনিবার রাতে কর্মস্থলে আসেন কিন্তু রোববার সকালে বাড়ি ফিরেনি। স্থানীয় লোকজন দুপুরে তার কর্মস্থলের পাশের একটি ডোবায় ভাসমান অবস্থায় মৃত দেহ দেখতে পান। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করেন। এসময় মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা লাশটিকে শনাক্ত করেন।
সিসি টিভি ক্যামেরার ফুটিজে দেখা যায়, লোকটি ভোর রাতে ডোবার পানিতে কাপড় ধুচ্ছিলেন।
নিহতের মেয়ে উম্মে কুলসুম জানান, তার পিতা অসুস্থ্য ছিলেন। সিকিউরিটির কোম্পানীর কর্মরত অবস্থায় সে মৃত্যু বরণ করেন।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ শেখ নূর ই আযম জানান, তাকে কেউ খুন করেনি। সে পুকুরে পরে মৃত্যু বরণ করেছে। সিসি টিভির ফুটেজ আছে।