দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বাবার জন্য এই প্রথম নৌকায় ভোট চাইছেন একেএম শামীম ওসমানের মেয়ে লাবিবা জ্জোহা ওসমান।
নারায়ণগঞ্জ মাসদাইর শোভন গার্মেন্টসের পাশে মঙ্গলবার (২ জানুয়ারী) বিকালে শামীম ওসমানের নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত হয়ে ভোট চেয়েছেন তিনি। এসময় তাঁর পাশে ছিলেন জাতীয় মহিলা সংস্থার নারায়ণগঞ্জ জেলা চেয়ারম্যান ও লাবিবা জ্জোহা ওসমানের মা সালমা ওসমান লিপি এবং ভাবী ইরফানা আহমদ রাশমী।
শামীম ওসমানের মেয়ে লাবিবা জ্জোহা ওসমান বলেন, একটা বাবা আর একটা মেয়ের আদর কেমন হয় তা আপনারা সকলেই জানেন কিন্তু আমার বাবা আমার আদরটা আপনাদের ভাগ করে দেয়। আপনাদের জন্য আমার বাবা যা করে, মন থেকে করে। আপনারা নারায়ণগঞ্জের উন্নয়ন দেখেছেন, ইনশাআল্লাহ আরও দেখবেন। যদি আপনার নৌকায় ৭ তারিখে ভোট দেন। ভোট দেওয়া আপনাদের গণতান্ত্রিক অধিকার। আপনারা আপনাদের অধিকার বুঝে নিবেন।
শিল্প অধ্যুষিত ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসন। আসনটি থেকে ৩ বার সংসদ সদস্য হয়েছেন শামীম ওসমান। ১৯৯৬ সালে প্রথম আওয়ামী লীগ থেকে মনোনিত হয়ে নির্বাচিত হন তিনি। এরপর গত দুই সংসদ নির্বাচনে টানা নির্বাচিত হয়েছেন। এবারও আওয়ামী লীগ জনপ্রিয় এ নেতাকে বেছে নিয়েছে।