১৪ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসকে ঘিরে আগে ভাগে ফুলের দোকানে বেড়েছে ফুলের দাম। গোলাপ ফুলের দাম প্রতি পিছ ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। তবুও প্রিয়জনকে উপহার দিতে বেশি দাম দিয়ে গোলাপ ফুল কিনছেন ফুল প্রেমিরা। অথচ মাত্র একদিন আগেও এই ফুল ৫-১০ টাকা পিছ হিসেবে বিক্রি হতো।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মোড়ে ফুলের দোকানগুলোতে ফুল প্রেমিদের ভিড় দেখা যায়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ফুল প্রেমিরা ফুল কিনতে দোকানে ভিড় করেছেন। ছেলে-মেয়ে সহ বিভিন্ন বয়সের লোকজন দোকানে ফুল কিনতে ভিড় করেছেন। তবে প্রতি পিছ গোলাপ ফুলের দাম ৫০ টাকা করে বিক্রি হচ্ছিল। তবুও ভালোবাসা দিবসে প্রিয়জনদের ফুল উপহার দিতে বেশি দাম দিয়েই ফুল কিনছেন।
স্ত্রীর জন্য ফুল কিনছেন রতন মিয়া। তিনি বলেন, ভালোবাসা দিবসে স্ত্রীকে ফুল উপহার দিবো। এজন্য ফুল কিনতে এসেছি। তবে প্রতি বছরের মতো এবারো ফুলের দাম বেড়েছে। গোলাপ ফুল প্রতি পিছ ৫০ টাকায় বিক্রি হচেছ। কিছু করার নেই। বেশি দাম দিয়েই কিনতে হবে।
বান্ধুবীর জন্য ফুল কিনছেন আসলাম হোসেন। তিনি বলেন, ভালোবাসা দিবসে প্রিয় বান্ধুবীকে ফুল উপহার দিবো। এ জন্য গোলাপ ফুল কিনেছি। আর ভালোবাসা দিবসে গোলাপ ফুল না কিনলেই নয়।
বিক্রেতা মনির মিয়া বলেন, গোলাপ ফুল প্রতি পিছ ৫০ টাকা করে বিক্রি করছি। এছাড়া ফুলের মালা ও বুকে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে।
অতিরিক্ত দামে ফুল বিক্রির বিষয়ে তিনি বলেন, ‘এই দিবসে দাম একটু বেশি থাকে। এটা প্রতি বছর হয়ে থাকে। সব দোকানে দাম বেশি।
জানা গেছে, স্বাভাবিক সময়ে গোলাপ ফুল প্রতি পিছ ৫-১০ টাকা করে বিক্রি হয়। তবে পহেলা বসন্ত, ভালোবাসা দিবস, একুশে ফেব্রুয়ারী (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), বিজয় দিবস সহ বিভিন্ন দিবসে ফুলের দাম ১০-১৫ গুণ বেড়ে যায়। ওই সময় চড়া দামে ফুল কিনতে হয়।