দুবাইয়ে চাকুরী দেয়ার কথা বলে ৮ জন প্রবাসীর কাছ থেকে ২০ হাজার দিরহাম আত্মসাতের অভিযোগ উঠেছে টাঙ্গাইলের প্রতারক মিজান ও তারেকের বিরুদ্ধে। টাকা ও পাসপোর্ট ফেরত চাওয়ায় ভূক্তভোগী দুজনকে দেরা দুবাই নামক এলাকায় আটক করে নির্যাতনের অভিযোগ করেছে ভূক্তভোগীদের পরিবার ও প্রবাসীরা।
রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা এক ভূক্তভোগী জানান, তার আত্মীয়-স্বজন ও বন্ধু মিলিয়ে দুবাই প্রবাসী ৮ জনকে চাকুরী দেয়ার কথা বলে তাদের পাসপোর্ট ও ২০ হাজার দিরহাম (প্রায় ৭ লাখ টাকা) নেয় টাঙ্গাইলের সখিপুর এলাকার কুজরত আলীর ছেলে মিজান ও তারেক হাসান। পাসপোর্ট ও টাকা নেয়ার পর থেকে তারা বিভিন্নভাবে ঘুরাঘুরি করে এক পর্যায়ে মোবাইল রিসিভ করা বন্ধ করে দেয়। এখন তাদের দুবাইয়ের মোবাইল নাম্বারে (+৯৭১৫০২৭৩৩৭৩০, +৯৭১৫২৯৮৬৬২৪৭) ফোন করলে নানাভাবে ভয়ভীতি ও হুমকী দিচ্ছে। টাকা এবং পাসপোর্ট কোনটাই ফেরত দেয়নি। টাকা চাওয়ায় শামীম ও রনি নামে দুজনকে দেরা দুবাই এর একটি বাড়ীতে আটকে রেখে নির্যাতন করছে। এব্যাপারে ঢাকা মেট্রো পলিটনের কাফরুল থানায় প্রতারক মিজান ও তারেকের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে মানুষের সাথে তারা প্রতারণা করে আসছে। এই চক্রের প্রতারণার শিকার আরও ভূক্তভোগী ও তাদের আত্মীয়রা দুবাই ও বাংলাদেশে আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।
ভূক্তভোগীরা জানায়, টাঙ্গাইলের মিজান ও তারেক নামে দুই ব্যক্তি দুবাইয়ে বিশাল প্রতারক চক্র গড়ে তুলে দেশের মানুষকে সর্বশান্ত করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন সময়ে ইউরোপ, আমেরিকা পাঠানোর নামে টাকা আত্মসাত এবং দুবাইতে চাকুরী দেয়ার নামে অনেকের বিপুল অংকের টাকা আত্মসাত করেছে।