নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের ডাকা সভায় নেতাকর্মী সহ সাধারণ জনতার ঢল নেমেছে। শনিবার (২৭ জানুয়ারি) দুুপুরে ইসদাইরস্থ ওসমানি স্টেডিয়ামে মতবিনিময় সভা শুরুর প্রক্কালে এই দৃশ্য দেখা যায়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, দুপুর থেকে নেতাকর্মীদের ঢল নামে সভাস্থলে। এছাড়া আপামর সর্বস্তরের জনগণ সভাস্থলে জড় হতে শুরু করে। দুপুর গড়িয়ে বিকেল হতেই সভাস্থল বিশাল জনসমুদ্রে পরিণত হয়। এর কিছুক্ষণ পরেই মঞ্চে উঠেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও ইভটিজিং দূর করে ক্লিন নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে এই সভার আহবান করা হয়। এই সমাজে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও ইভটিজিং নামের যে ব্যাধি ছড়িয়ে পড়েছে এর বিরুদ্ধে জনগণ ও সমাজকে সোচ্চার করে তোলাই হচ্ছে এই সংসদ সদস্যের উদ্দেশ্য। যেকারণে তিনি সর্বস্তরের ভালো মানুষদের উপস্থিতি, পরামর্শ ও মতামত প্রত্যাশা করেছেন। তাছাড়া বর্তমান সময়ে সমাজের ভাইরাস হিসেবে পরিচিত কিশোর গ্যাং মূলত মাদকের বহিঃপ্রকাশ বলে মন্তব্য ছুড়ে দেয়া হয়েছে। ফলে কিশোর গ্যাংয়ের কালো থাবা থেকে আমাদের সমাজ ও সন্তানদের বাঁচাতে হলে এসাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে বলে জানিয়েছেন তিনি।
সেই সাথে অসহায় দুস্থদের চিকিৎসা সেবা প্রদান এবং দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার সহযোগিতা করা হবে বলে ওই সভা থেকে ঘোষণা দেওয়া হবে।
একাধিক সূত্রে জানা গেছে, আগামী ২৭ জানুয়ারি ওই সভা থেকে আগামী এক মাসের মধ্যে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, ভূমিদস্যুতা ও চাঁদাবাজি নির্মূল করার কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। ভেতরে ভেতরে এখন সেই প্রস্তুতি চলছে। আর জনগণের কাছে এ বিষয়ে বেশ সাড়া পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইতোমধ্যে সভায় একে এক আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী উপস্খিত হয়েছেন। নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সর্বস্তরের জনগণ উপস্থিত হয়েছেন।