নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধর্ষণ চেষ্টার মামলার আসামি আল আমিন (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সোনারগাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।
আল আমিন সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের বাদামতলা এলাকার মৃত সোলেমানের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আল আমিন একজন ইলেকট্রিক মিস্ত্রী হিসেবে কাজ করার পাশাপাশি অটোরিকশা চালাত। ভুক্তভোগী নারী তার অটোরিকশা দিয়ে বাজারে যাওয়া আসা করত এবং তার মাধ্যমে বাসার ইলেকট্রিক মেরামতের কাজও করাত। গত ২৭ জানুয়ারি ওই নারীর বাসার ফ্রিজের ইলেকট্রিক লাইনের সমস্যা হলে আল আমিনকে দিয়ে বাসার ফ্রিজের ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামত করায়। কাজের মজুরি ৩’শ টাকা হলেও আল আমিন ১ হাজার টাকা নিয়ে যায়। বাকি টাকা ফেরত চাইতে গত ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় আল আমিনের বাড়ীতে গেলে সে ওই নারীর হাত ধরে টান মেরে তার রুমে নিয়ে দরজা বন্ধ করে ভিকটিমের হাত মুখ চাপ দিয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।