পূর্ব বিরোধের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল আমিন(৩৮) নামের এক যুবকের মুখমণ্ডল থেতলে হত্যার পরে লাশ পাশ্ববর্তী উপজেলায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত সুজন মিয়াকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে কুমিল্লার মেঘনা চালিভাঙ্গা এলাকার বালুচর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আল আমিন সোনারগাঁও উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকার ইসমাইল মিয়ার ছেলে। সে এক পুত্র সন্তানের পিতা ও তার স্ত্রী ৩মাসের অন্তঃসত্ত্বা। অভিযুক্ত চাচাতো ভাই সুজন মিয়ার বাড়ি একই গ্রামে।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আল আমিনকে তার চাচাতো ভাই সুজন বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। তারপর রাত হয়ে গেলেও তারা বাড়ীতে ফেরেনি এবং দু’জনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে সকালে সুজন একা বাড়ি ফিরলেও আল আমিনের কথা জিজ্ঞেস করলে সে উল্টাপাল্টা উত্তর দেয়। সুজনের কথায় সন্দেহ হলে কৌশলে তাকে সোনারগাঁও থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল নাম্বারের সর্বশেষ লোকেশন ট্র্যাকিং করে শুক্রবার দুপুরে পাশ্ববর্তী মেঘনা উপজেলার চালিভাঙ্গা এলাকার বালুচর থেকে আল আমিনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আল আমিনের মুখ থেতলে দেওয়া হয়েছে।
স্বজনরা আরও জানায়, দীর্ঘ ১৮ বছর ধরে তিনি সৌদি আরবে চাকরীর উদ্দেশ্যে অবস্থান করছিলেন। গত ৫ মাস পূর্বে তিনি ছুটিতে দেশে ফিরে আসেন। তবে নিহত আল আমিনের সাথে চাচাতো ভাই সুজনের কী নিয়ে দ্বন্দ্ব ছিল তা নিশ্চিত করে বলতে পারেনি পরিবারের সদস্যরা্
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, আল আমিন নামের যুবককে হত্যার অভিযোগে সুজন নামের এক যুবককে আটক করা হয়েছে। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই। তারা দুজনে বেড়াতে যায়। বেড়াতে গিয়ে সেখানে এ ঘটনা ঘটায়। মেঘনা থানা পুলিশ লাশ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করবে। ঘটনাস্থল মেঘনা থানা হওয়ায় ওই থানা পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলার মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, বিকেল ৩ টায় আল আমিন নামের ওই যুবকের লাশ উদ্ধার করার খবর পেয়ে সেখানে উপস্থিত হয়েছি। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মুখমণ্ডল থেতলে দেওয়া হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। তবে কী নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল তা এখনো নিশ্চিত নই। তদন্ত শেষে বলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের এক চাচাতো ভাইকে আটক করেছে সোনারগা থানার পুলিশ। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।