বাংলাদেশ হকার্স ইউনিয়নের উপদেষ্টা ও শ্রমিকনেতা জলি তালুকদার বলেছেন, সারাদেশে হকার, ব্যাটারিচালিত যানবাহন, দিনমজুরদের রুটি-রুজির অবলম্বন বন্ধে উচ্ছেদ অভিযান চলছে। এসব অভিযান পরিচালনার আগে অবিলম্বে পুনর্বাসন বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) হকারদের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেছেন। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, সিলেট, ঢাকার সাভার ও নিউমার্কেটে নির্বিচারে হকার উচ্ছেদ ও মালামাল ধ্বংসের প্রতিবাদে এবং জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন ও পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবিতে বাংলাদেশ হকার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে। এ অবস্থায় খেটে খাওয়া মানুষ বর্তমান বাজার পরিস্থিতিতে কোনো মতে বেঁচে আছে। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে না পারলেও উচ্ছেদ অভিযান করে মানুষের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে। এ সময় তিনি সারাদেশের মেহনতি জনতাকে জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাশিম কবীরের সভাপতিত্বে ও সাংগঠনিক জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক হযরত আলী, সহ-সভাপতি বিমল দাস, মঞ্জুর মঈন, সহকারী সাধারণ সম্পাদক আনিস পাটোয়ারি, কেন্দ্রীয় নেতা মো. ফিরোজ, আব্দুল মজিদ, হকারনেতা হোসেন মোল্লা, আব্দুল কাইয়ুম প্রমুখ।