গার্ল গাইডস এর উদ্যোগ বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে হলদে পাখি সম্প্রসারণে বেগম
রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেদারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মোসাম্মৎ জাহানারা খানম।
আরো উপস্থিত ছিলেন বেগম রোকেয়া খন্দকার উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমদ লাভলু, বিদ্যালয়ের দাতা সদস্য মোবারক হোসেন কমল খান ও অভিভাবক সদস্য মিজানুর রহমান খোকনসহ গাইড, বিজ্ঞ পাখি, হলদে পাখির ঝাক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সহ সংশ্লিষ্ট সকল সুধীজন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গার্ল গাইডস কমিশনার ও স্কুলের প্রধান শিক্ষক সুলতানা বেগম রত্না।
মত বিনিময় সভার পর শিশুদের নিয়ে শিশু দিবসের কেক কাটার পাশপাশি বৃক্ষরোপণ কর্মসূচিকে উৎসাহিত
করতে হলদে পাখিদের গাছ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি দেদারুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের বিদ্যালয়গুলোতে গার্ল গাইডস সম্প্রসারণে এবং প্রতিদিন একটি ভালো কাজ করার এবং অপরকে সহযোগিতা করার মনোভাব বজায় রাখার আহ্বান জানান হলদে পাখি ও গার্লস গাইড দের।