মাদক থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু ও ইপটিজিং এর মতো অপরাধ সৃষ্টি হয় মনে করেন একেএম শামীম ওসমান। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর সমাজ থেকে এ সব অপরাধ বন্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছেন তিনি।
নারায়ণগঞ্জের জালকুড়ি পশ্চিম পাড়া খেলার মাঠে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে উঠান বৈঠকে এ কথা বলেন তিনি। এ জন্য জনগণের সহযোগীতা চেয়েছেন।
পাশাপাশি শামীম ওসমান একটি সংগঠন করতে চান বলে জানান। সেখান থেকে অসহায়, গরীব ছেলে মেয়েদের লেখা পড়ার ব্যবস্থা, বিভিন্ন স্থানে দেশ সেরা চিকিৎসকদের নিয়ে মেডিকেল ক্যাম্প করতে চান। সুযোগ হলে ওষুধও দেওয়ার ব্যবস্থা করতে পান তিনি।
নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ জানিয়ে শামীম ওসমান বলেন, ভোট যাকে দেন আপনাদের কাছে জোড় অনুরোধ, যত কাজই থাকুক এবার ভোট কেন্দ্রে যাবেন। এবারের ভোট অত্যান্ত গুরুত্বপূর্ণ। একটি অদৃশ্য শক্তি এ দেশের উপর নজর দিয়েছে। তারা চাইছে বাংলাদেশকে আফগানস্থান বানাতে, লিবিয়া বানাতে।
শামীম ওসমান বলেন, আগামী ৪ তারিখ বৃহস্পতিবার আল্লাহর হুমুক হলে জাতীর পিতার কণ্যা শেখ হাসিনা নারায়ণগঞ্জে আসবেন। সেদিন লাখ লাখ লোকের সমাবেশ হবে। যে গুরুত্ব উনি রাজধানীকে না দিয়ে নারায়ণগঞ্জকে দিয়েছেন। আমরা যেন সেই সম্মানটা তাকে দিতে পারি, তাহলে আমার বিশ্বাস আগামী ১ বছরের মধ্যে নারায়ণগঞ্জে আর কোন সমস্যা থাকবে না।