নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি নিয়ে ক্ষোভের জের ধরে মহানগর কার্যালয়ে খোলা হয়েছে। ৪৮ ঘণ্টা পর ওয়ার্ড কমিটির পদ পাওয়া নেতারা সেই তালা খুলে কার্যালয়ে প্রবেশ করেন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কার্যালয়ে তালা খুলে প্রবেশ করেন নেতাকর্মীরা। এদিকে রোববার বিকেলে তালা খোলার পর জানতে চাইলে ১৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী সাব্বির আহমেদ সাগর বলেন, উপরের নির্দেশে ও আশ্বাসে আজ তালা খুলে দেওয়া হয়েছে।
এরআগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে তালা লাগিয়ে দেন পদবঞ্চিতরা। একইসঙ্গে সেদিন মহানগর আ. লীগের সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। একইদিন ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এসে মহানগর কমিটির সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্চিত ঘোষনা করেন সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সেলিনা হায়াৎ আইভী।
আইভীর ঘোষনার পরপরই ১৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাব্বির আহমেদ সাগরের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কার্যালয়ে এসে তালা লাগিয়ে দেন। এ সময় তারা ঘোষিত ওয়ার্ড কমিটি ভুয়া ও সেখানে যোগ্যদের বঞ্চিত করা হয়েছে বলে দাবি করা হয়। পরে নেতাকর্মীরা সভাপতি আনোয়ার হোসেনের বিরুদ্ধে শ্লোগান দেন এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
গত ১২ ফেব্রুয়ারি রাতে মহানগর আওয়ামী লীগের ১৭টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়। সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা মহানগর আওয়ামী লীগের ১১ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের কমিটি ঘোষণা করেন। এরপর থেকে বিভিন্ন ওয়ার্ডে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন নেতাকর্মীরা।
রোববার সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল ইসলাম চৌধূরীর নেতৃত্বে দলীয় অফিসের তালা খুলে প্রবেশ করেন নতুন কমিটির পর পাওয়া নেতারা। এসময় উপস্থিত ছিলেন ১৬নং ওয়ার্ডের সভাপতি ওমর খালেদ এপন, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন জসু, ২১নং ওয়ার্ডেও সভাপতি সালাউদ্দিন, ২২নং ওয়ার্ডের সভাপতি কাজী শহীদ, ২৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুজু, ২৭নং ওয়ার্ডেও সভাপতি সিরাজুল মজিদ প্রমুখ।